শিরোনাম
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশিত সময় : মে, ২৬, ২০২০, ০৪:৪৯ অপরাহ্ণ

পাঠক দেখেছেন 436 জন
 

বিশেষ প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে সামাজিক উদ্যোগ(সউ)ঈদুল ফিতরের দিনে উদ্ভুত করোনা পরিস্থিতিতে গৃহবন্দি কর্মহীন উপার্জনহীন ২০০জন প্রতিবেশীকে রান্না করে পোলাও,গরু মাংস,বুটের ডাল,সালাত ও লাচ্ছা সেমাই বিতরণ করে। সংগঠনটি নানা নজীরবিহীন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক সেবু মোস্তাফিজের পরিকল্পনায় “সউ” মেসবাড়ি প্রকল্পের অধীনে পবিত্র রমজানে প্রথম সাহরি থেকে প্রতিদিন করোনায় গৃহবন্দী ২শত রোজদারের ঘরে ঘরে সাহরি এবং ১শত রোজা দারের ইফতার ঘরে ঘরে পৌছে দেয়। বিনামূল্যের ইফতারি কেন্দ্র থেকেও বিতরণ করে ইফতার। এলাকাবাসী সূত্রে ও সরেজমিনে জানা যায়, করোনা পরিস্থিতির শুরুর দিক থেকেই পীরগঞ্জের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “সামাজিক উদ্যোগ(সউ)” পীরগঞ্জের বিভিন্ন পাড়া মহল্লায় ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য সচেতনতা, সামাজিক দূরত্ব বিধি,মুঠের চাল তুলে দূর্যোগকালীন খাদ্য ভাণ্ডার প্রস্তুতকরণ, উঠান ভিত্ত্বিক কৃষি ব্যবস্থা সবজী বাগান তৈরি এবং স্বাভাবিক জীবন যাত্রায় কৃষি উৎপাদন অব্যাহত রাখাসহ নানা বিষয়ে সচেতনতামূলক প্রচার প্রচারণা চালিয়ে আসছে। সেই সাথে সংগঠনটি বিশেষ মেডিকেল টিমের মাধ্যমে বিনামূল্যের স্বাস্থ্য সেবা,ফ্রি টেলিমেডিসিন ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে পবিত্র রমজান চলে এলে প্রতিষ্ঠানটির পরিচালক গণমাধ্যমকর্মী সেবু মোস্তাফিজ ২৪ এপ্রিল প্রথম সাহরি থেকেই করোনা পরিস্থিতির শিকার কর্মহীন-উপার্জনহীন গৃহবন্দী ১শ প্রতিবেশীর ঘরে ঘরে রান্না করা সাহরি এবং ২শ জনের ইফতারি সরবরাহের উদ্যোগ গ্রহণ করে। ৩০রমজান পর্যন্ত এই কর্মসূচি চলে মর্মে জানা যায়। নানা ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করে “সউ”দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিদিন সাহরি এবং ইফতারি রান্না থেকে মুঠের চাল,ডাল,তেল আলু,পিয়াজ,মরিচ সংরক্ষণ করে “সউ”নিজস্ব কার্যালয়ে গড়ে তুলেছে দূর্যোগকালীন খাদ্য ভাণ্ডার। সংগঠনটির করোনা যোদ্ধাদের নিজস্ব অর্থ থেকে মাটির ব্যাংকে প্রস্তুত হচ্ছে দূর্যোগকালীন বিশেষ তহবিল। সূত্র আরো জানা যায়,”সউ”এর রয়েছে নিজস্ব নিরাপত্তা শাখা,কুইক রেসপন্স টিম এবং মেডিকেল টিম। সংগঠনটির অর্থায়ন,লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠাতা ও পরিচালক সেবু মোস্তাফিজ জানান,সামাজিক দায়বদ্ধতা থেকেই করোনা পরিস্থিতির শিকার প্রতিবেশীর হক আদায় করতেই নানা উদ্যোগ গ্রহণ করা। অর্থায়নের বিষয়ে গণমাধ্যমকর্মী সেবু মোস্তাফিজ আমাদের এ প্রতিবেদকে জানান, এটি তার ভিক্ষা করা টাকা। যা তিনি তার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশীর কাছ থেকে চেয়ে নিয়েছেন। তিনি ভবা পাগলার একটি গানের দুটি লাইন উচ্চারণ করে আরো বলেন,এমনো মানবজনম আর পাবো না…বারে বারে আর আসা হবে না। তিনি তাঁর সকল সহযোগী করোনা যোদ্ধাদের স্যালুট জানিয়েছেন। “সউ”এর এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

Print Friendly, PDF & Email
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Facebook Comments

     

আরও পড়ুন

ফেরদৌস আক্তার রুনা, রচিত ( কাপুরুষ )

পোশাক শ্রমিকদের হঠাৎ বাড়ি ফেরার হিড়িক

বিজিএমইএ সভাপতি কতৃক শ্রমিক ছাটাই ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলনে

কথা রাখলেন না গার্মেন্টস কর্তৃপক্ষ, চাকরিচ্যুত শ্রমিক-দম্পতি

বিজিএমইএ’র অনুরোধ রাখলো না সাভারের অনেক পোশাক কারখানা!

৯০ এর রাজপথ কাপানো জাসদ নেতা হান্নান ক্যান্সারে আক্রান্ত

সাভারে পোশাক শ্রমিকদের ঢিলেঢালা ঈদ উৎযাপন

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন  তুরাগ থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন

কবিতাঃ”হিজুলীর ফুয়াদ চাচা” কবি মোঃ আব্দুল হামিদ

ট্রাকে ঈদযাত্রা: ধর্ষণের পর হত্যা করা হয় গার্মেন্টসকর্মী মৌসুমীকে

 

Top