প্রকাশিত সময় : ডিসেম্বর, ২২, ২০২১, ০১:২৩ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 903 জনব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত যাত্রী বহনের সময় বাসের দরজা থেকে পড়ে নূরুজ্জামান (২২) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার গোঘট ইসলামাবাদ এলাকায় ওই হেলপারের মৃত্যু হয়।
নিহত নুরুজ্জামান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়ালিশ্বর গ্রামের বাসিন্দা ছিলেন।
বাসের যাত্রী সুলতান খাঁ ও জাহানারা বেগম বলেন, মাধবপুর থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড দিকে যাচ্ছিল দিগন্ত নামের লোকাল বাসটি। আমরা হেলপারকে বারবার বলার পরেও তিনি বাসটিতে আরো যাত্রী তোলেন। শাহাবাজপুর গোঘট নামক স্থানে পৌঁছালে বাসের দরজায় দাঁড়িয়ে থাকা অতিরিক্ত যাত্রীর চাপে হেলপার বাস থেকে পড়ে যান এবং গাড়িটির চাক্কায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, নিহত হেলপারের লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Facebook Comments