প্রকাশিত সময় : মার্চ, ৩০, ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 271 জনযাবার কথা ছিল, দেখা হবে স্নিগ্ধ সকাল শিশির পেড়িয়ে
রাত জাগা চোখ দুটো আপ্লূত ব্যাকুল বাসনায় পিপাসু মন।
তীর্থের বাসি ফুল বদ্ধ জলে পাঁজরে ঘেরা আত্মার শহরে চলছে
উত্তাল মিছিল কারফিউ চলছে বুকের তাবৎ চত্বরে।
বিষাদের ছাপ ছাপ দগদগে বিক্ষোভে ক্ষত বিক্ষত এপাশ ওপাশ ;
যাওয়া হলো না বুঝি অথচ যাবার কথা ছিল। এলোমেলো যত ঝঞ্জাট, যত বিরহ!
ঘিরেছে আমায় শালবনের যত লতাপাতা অক্সিজেনের পাইপ লাইনে মহা যানজট,
কার্বনের বিষাক্ত তীর্যক অবাক চাহনি আলো আধাঁরের ট্রেন লাইনে হাঁটছি কতটা দিন,
কতটা অপেক্ষার নিশি প্রহর যাবার কথা ছিল
অথচ আপেক্ষের দরজায় কড়াকড়ি মনের প্রবোধ আল্পনা আঁকড়েছে
পুরোটা দেয়াল জুড়ে তাই আসা হলো না অথচ যাবার কথা ছিল।
Facebook Comments