রতন হোসেন মোতালেব (সাভার) প্রতিনিধি: বাংলাদেশে পোশাক শিল্প শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন “ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল” (আইবিসি) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সংগঠনটির আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন শ্রমিক নেতা সরোয়ার হোসেন। বুধবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে এক ভিডিও বার্তার মাধ্যমে সংগঠনটি থেকে গণপদত্যাগের ঘোষণা দেন তিনি। ভিডিও বার্তায় তিনি বলেন, নিজেদের জীবন বাজি রেখে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) এর সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটি গঠন করে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের ৮ দফা আদায়ের কথা বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মালিকদের সংগঠন বিজিএমইএর সাথে গোপনে আলোচনা করে শ্রমিকদের অধিকার আদায়ের ৮দফা দাবি থেকে সরে এসেছে জানতে পেরেছি একই সাথে এটাও জানতে পেরেছি আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিজিএমইএর কাছে থেকে মোবাইলসহ বিভিন্ন সুবিধা গ্রহণ করে বিষয়টি শ্রমিকদের নজরে আসলে আমাদের কাছে শ্রমিকরা প্রশ্ন করে কিন্তু আমরা কোনো সৎ উওর দিতে পারে না। ভিডিও বার্তায় তিনি আরো বলেন, আশুলিয়ায় একটি ট্রেড ইউনিয়ন নিয়ে একটি সমস্যার মুখোমুখি হতে হয়েছিল বিষয়টি নিয়ে বারবার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা হলেও সঠিক কোনো উত্তর পায়নি এসব কারণে আমাদের মাঠ পর্যায়ে কাজ করতে নানামুখী সমস্যার মুখোমুখি হতে হয়েছে। এদিকে সাধারণ সম্পাদক পদ থেকে শ্রমিক নেতা সরোয়ার হোসেন পদত্যাগ করা অন্য নেতৃবৃন্দদের সুখের ছায়া নেমে এসেছে অনেকেই ইতিমধ্যেই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে বলে একটি বিশেষ সূত্রে জানা গেছে।
Facebook Comments