প্রকাশিত সময় : মে, ৩১, ২০২০, ০৬:৫১ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 808 জনগণপরিবহনের বর্ধিত বাস ভাড়া প্রত্যাখ্যান করে আগের ভাড়া বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
রোববার (৩১মে) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানান সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী ।
মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘সরকার যাত্রী প্রতিনিধি বাদ দিয়ে মালিকদের পাতানো ফাঁদে পা দিয়ে করোনার এই মহাসংকটে থাকা দেশের অসহায় জনগণের ওপর একচেটিয়াভাবে বাসের ৬০ শতাংশ বর্ধিত ভাড়া অযৌক্তিকভাবে চাপিয়ে দিচ্ছে। এতে যাত্রীস্বার্থ চরমভাবে উপেক্ষিত হবে। দেশের সাধারণ জনগণের ভোগান্তি বাড়বে।’
তিনি বলেন, ‘সঠিক ব্যয় বিশ্লেষণ না করে, যাত্রীসাধারণকে মালিকদের সঙ্গে দর কষাকষির সুযোগ না দিয়ে, ভুয়া ও অযৌক্তিক হিসাব দেখিয়ে এভাবে ভাড়া বৃদ্ধি অসহায় জনগণের ওপর জুলুমের সামিল।’
অনতিবিলম্বে বর্ধিত বাস ভাড়া প্রত্যাখ্যান করে আগের ভাড়া বহাল রাখার দাবি জানান তিনি।
সূত্রা. রইজিংবিডি
Facebook Comments