প্রকাশিত সময় : জুন, ২৫, ২০২০, ১২:১১ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 626 জনআল আমিন বিন আমজাদ :দিনাজপুর জেলার সন্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম ( বার) মহদয় আবারো রংপুর রেঞ্জ এর শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন। ২৩ জুন ২০২০ খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকায় রংপুর রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে, রংপুর রেঞ্জের ২০২০ সালের মার্চ,এপ্রিল ও মে মাসের অপরাধ সভায় জনাব দেবদাস ভট্টাচার্য বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ রংপুর মহোদয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর রেঞ্জ এর সকল ইউনিটের সাথে সংযুক্ত হয়ে ইউনিট সমূহের আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করেন এবং বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এই মূল্যায়নে গত এপ্রিল ও মে /২০২০ মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক কার্যক্রম বিবেচনায় পরপর দুইবার শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মানবিক পুলিশিং এর কর্ণধার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম,পিপিএম (বার) মহোদয়।তিনি অত্র জেলায় যোগদানের পর থেকে তিনার নেতৃত্বে প্রতি মাসের ন্যায় থানায় থানায় অপরাধ সভা, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল,সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা,অপরাধ নিয়ন্ত্রন, দক্ষতা,কতর্ব্য নিষ্ঠা, সততা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় সর্বসম্মতিক্রমে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে মনোনীত হন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচালিত এই মূল্যায়ন সভায় কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ পুলিশ সুপার মহোদয়কে শুভেচ্ছা জানান রংপুর রেঞ্জ এর সন্মনিত ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য,বিপিএম মহোদয়। এসময় জেলা পুলিশ, দিনাজপুর এর বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ বিশেষ পুরস্কারে ভূষিত হন।উক্ত ভিডিও কনফারেন্সে পুলিশ অফিস সম্মেলনকক্ষ দিনাজপুর এ উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক, বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম,(বার) পুলিশ সুপার, দিনাজপুর মহোদয় ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Facebook Comments