প্রকাশিত সময় : মে, ১২, ২০২৪, ১০:০৮ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 577 জনমিজানুর রহমানঃ
নেত্রকোনা জেলার পূর্বধলা থানার ৯ নং খলিশাপুর ইউনিয়নের ধারা-ঝাউয়ানী গ্রামের মোঃ আব্দুল আউয়াল এর ছোট ছেলে মোঃ আবু বকর সিদ্দিক(১২) গত ১০-০৫-২০২৪ ইং রোজ শুক্রবার জুম্মা নামাজের পর নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়েছে।আত্মীয়-স্বজন ও প্রতিবেশীর বাসায় খোঁজাখুঁজি করার পরেও কোন সন্ধান পাওয়া যায়নি।
আবু বকর সিদ্দিক এর মায়ের সাথে কথা বলে জানা যায়,আবু বকর সিদ্দিক মাদ্রাসার ছাত্র,সে ২০ সিপারা পর্যন্ত পড়াশোনা করেছে।আবু বকর সিদ্দিক আলজামিয়াতুল ইসলামীয়া বাহারুলউম পুরুষ মহিলা ও এতিমখানা মাদ্রাসার ছাত্র।আবু বকর সিদ্দিক এর মায়ের সাথে কথা বলে আরও জানা যায়,দুই তিন মাস ঠিক মতো মাদ্রাসায় যাচ্ছে না।নিজ বাড়ি থেকে নিখোঁজ হওয়ার আগে আবু বকর সিদ্দিক এর পরনে কফি কালার পাঞ্জাবী ও কফি কালার পায়জামা ছিলো।তার গায়ের রঙ ফর্সা।
প্রতিটি সন্তান তার মায়ের কাছে রাজপুত্র,আবু বকর সিদ্দিক এর মা সন্তানের শোকে কাতর হয়ে পাগলের মতো সন্তান কে খুজে বেড়াচ্ছে।কখন তার সন্তান এসে মা বলে ডাক দিবে।তার মায়ের কান্না কোন ভাবেই থামানো যাচ্ছে না।যদি কোন হৃদয়বান ব্যক্তি তার দেখা পান তাহলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।
মোঃ আবু বকর সিদ্দিক(১২)
পিতাঃ মোঃ আব্দুল আউয়াল
গ্রামঃ ধারা-ঝাউয়ানী
পোষ্টঃ খলিশাপুর
থানাঃ পূর্বাধলা
জেলাঃ নেত্রকোণা
যোগাযোগঃ 01923904441 অথবা ০১৯১১৫৫৮৮৬৩
Facebook Comments