প্রকাশিত সময় : এপ্রিল, ২, ২০২০, ০৮:৫৪ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 640 জনবিশেষ প্রতিনিধিঃ( রতন হোসেন মোতালেব ) করোনাভাইরাসের কারণে সাভারের আশুলিয়ায় কর্মহীন হয়ে যাওয়া অসহায়, দুস্থ ও হত দরিদ্র প্রায় ১৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে আশুলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য হোসেন আলী ও ৩ নং ওয়ার্ডের সদস্য আব্দুল খালেক এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় প্রায় ১৫০০ পরিবারের মাঝে ৮ কেজি চাল, ২ কেজি আলু ও ২ কেজি পেঁয়াজ বিতরণ করা হয়। বিতরণীর সময় ৩ নং ওয়ার্ডের সদস্য আব্দুল খালেক বলেন, সকাল থেকে আমরা প্রায় ৯০০ পরিবারের মধ্যে চাল, আলু ও পেয়াজ বিতরণ করেছি। আমাদের চেয়ারম্যান ও আমি নিজ উদ্যােগে এই ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করেছি। আগামীতেও এই ত্রাণ সহয়তা অব্যাহত থাকবে। ৪ নং ওয়ার্ডের সদস্য হোসেন আলী বলেন, ইতিমধ্যে সারা বিশ্ব এই করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। এই ভাইরাস থেকে নিজে বাচি এবং অপরকে বাচায়। আমরা অবশ্যই নিজ নিজ ঘরে অবস্থান করবো আজেবাজে ঘুরোঘুড়ি করবো না।
Facebook Comments