প্রকাশিত সময় : নভেম্বর, ৭, ২০২০, ০৬:৫৩ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 583 জনআশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় মাছ ধরতে গিয়ে বংশাই নদীতে ডুবে নিখোঁজ টুটুল শেখ (১৭) নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
শনিবার দুপুর ১২ টার দিকে আশুলিয়ার ডগরতলী ইটখোলা এলাকার বংশি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিখোঁজ টুটুল শেখ আশুলিয়ার এনায়েতপুর বাঁশতলা এলাকার উজ্জ্বল শেখের ছেলে। সে আলহাজ্ব জাফর ব্যাপারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চার বন্ধু মিলে বংশি নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে ৪ জনই সাঁতারে নদী পার হওয়ার চেষ্টা করে। এসময় তিন জন নদী পার হয়ে আসলেও নিখোঁজ হয় টুটুল শেখ। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের একটি ইউনিট তাকে উদ্ধার অভিযান চালায়। পরে রাতে আলো স্বল্পতার কারনে অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে শনিবার দুপুরে তার মরদেহ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ধামসোনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য শফি উদ্দিন।
Facebook Comments