প্রকাশিত সময় : নভেম্বর, ২, ২০২০, ০৮:৫১ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 800 জনঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। পরে নিরাপত্তাকর্মীদের লাঠিপেটা ও শিল্প পুলিশের জলকামান নিক্ষেপে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
সোমবার (২ নভেম্বর) সকালে আশুলিয়ার ডিইপিজেডের মূল ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।
কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, ডিইপিজেডের এ ওয়ান বিডি নামে কারখানা বকেয়া বেতন পরিশোধ না করে গত এপ্রিল মাসে বন্ধ করে দেয় মালিকপক্ষ। এরপর থেকে শ্রমিকরা বেতন পরিশোধের দাবিতে একাধিবার বিক্ষোভ করেছে। এরই ধারাবাহিকতায় সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় ডিইপিজেডের নিরাপত্তাকর্মীরা তাদের লাঠিপেটা করে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে শিল্পপুলিশ ঘটনাস্থলে পৌঁছে জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঢাকা শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার সানা সামিনুর রহমান বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকলে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পরে এক পর্যায়ে জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করা হয়। ডিইপিজেডের নিরাপত্তাকর্মীরা শ্রমিকদের লাঠিপেটা করেছে বলেও জানান তিনি।
ডিইপিজেডের জি এম আব্দুস সোবহান বলেন, কারখানাটি বিক্রির জন্য আজকে নিলাম হওয়ার কথা ছিল। তবে ব্যাংক কর্তৃপক্ষ আদালতের স্থগিত আদেশ নিয়ে আসায় নিলাম হয়নি। কারখানা বিক্রি করার জন্য ব্যাংক কর্তৃপক্ষ ও বেপজা চেষ্টা করছে, বিক্রি হলে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে বলে জানান তিনি।
Facebook Comments