প্রকাশিত সময় : জুন, ১৫, ২০২০, ০৮:১৭ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 885 জনবিশেষ প্রতিনিধি: বতর্মান সময়ে করোনা ভাইরাসের কারনে সকল কার্যক্রম থমকে গেছে। পোশাক শিল্পে নেমে এসেছে বিপর্যয়। অর্থনীতির চাকা ঘুরছে ধীরগতিতে। আশুলিয়া এলাকা শিল্প কারখানায় পরিপূর্ণ। ফলে এখানে ঘনবসতি হলেও রাস্তাঘাট চলাচলে অনুপযোগি হয়ে পড়েছে।রাস্তাঘাট মেরামত করার জন্য উপর মহলের কারও শুভ দৃষ্টি উদয় হয়নি।তাই নিজ উদ্যোগে আশুলিয়া ইউনিয়ন দুর্গাপুর ব্যাপারী পাড়া রাস্তায় কাঁদা ও পানি জমানো রোধ করতে ইট বালু বিছিয়ে রাস্তা মেরামত করলেন যুবলীগ শফিকুল ইসলাম মাদবর।তার এ মহতি কাজের জন্য এলাকাবাসী অত্যন্ত আন্দিত। শফিকুল ইসলাম মাদবর বলেন আশুলিয়ার যুবলীগ সবসময় মানুষের পাশে ছিল আছে ভবিষ্যতেও থাকবে।এ সময় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওস্বরাষ্ট্রমন্ত্রী মোঃ নাসিম এবং ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
Facebook Comments