প্রকাশিত সময় : এপ্রিল, ১৪, ২০২৪, ০৩:২৮ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 471 জনতেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে পাল্টা হামলা চালালে ইরান ইসরায়েলের ভূখণ্ডে বৃহত্তর হামলা চালাবে। একইসঙ্গে ওয়াশিংটনকে ইসরায়েলি সামরিক পদক্ষেপকে সমর্থন না করার জন্য সতর্ক করেছে। রোববার ইরানের চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এই সতর্কবার্তা দিয়েছেন।
ইরানের সরকারি টেলিভিশনে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেছেন, ‘ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেয় তাহলে আমাদের প্রতিক্রিয়া আজ রাতের সামরিক পদক্ষেপের চেয়ে অনেক বড় হবে।’
তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনকে সতর্ক করেছে যে ইসরায়েলি প্রতিশোধের যেকোনও সমর্থনের ফলে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কমান্ডার হোসেন সালামিও সতর্ক করে দিয়ে জানিয়েছেন, তেহরান তার স্বার্থ, কর্মকর্তা বা নাগরিকদের ওপর ইসরায়েলি হামলার প্রতিশোধ নেবে।
স্থানীয় সময় শনিবার (১৩ এপ্রিল) রাতে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে দুই শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ‘ট্রু প্রমিজ’ শীর্ষক অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর প্রায় দুই সপ্তাহ আগে সিরিয়ায় ইরানের কনস্যুলেটে বোমা হামলায় তেহরানের বেশ কয়েক জন কর্মকর্তা নিহত হন। এ ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান।
Facebook Comments