প্রকাশিত সময় : জুলাই, ১১, ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 387 জনমোহাম্মাদ সুমন মিয়া বিশেষ প্রতিনিধি:
রাজধানী উত্তরা পশ্চিম থানাধীন আই ইউবি এটি এর এক শিক্ষার্থীকে জোর করে চলন্ত বাসে তুলে মারধোর ও মোবাইল সহ নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে আসমানী পরিবহনের হেলপার ও চালকের বিরুদ্ধে।
বুধবার (১০জুলাই) আনুমানিক ২০:০০ টার সময় এঘটনা ঘটে, প্রতেক্ষ্যদর্শীরা জানিয়েছেন, আই ইউবিএটি এর কতিপয় (আনুমানিক ৩০/৪০ জন) শিক্ষার্থী আসমানী পরিবহনের পাঁচটি বাস এবং চালকসহ আটক করে।
ঘটনাসূত্রে জানা যায়, অদ্য ১৮:৩০ ঘটিকায় ধউর (তুরাগ) থেকে মদনপুর( নারায়নগঞ্জ) গামী আসমানী পরিবহনের একটি বাস ক্যাম্পাস সংলগ্ন রাস্তায় দাড়িয়ে থাকা মিরাজুল ইসলাম মিশু (২৩) নামে বিবিএ ৩য় বর্ষের একজন শিক্ষার্থীকে ধাক্কা দেয়ার জেরে উক্ত শিক্ষার্থী এবং বাসের হেল্পার ও চালকের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে উক্ত শিক্ষার্থীকে জোর করে চলন্ত বাসে তুলে মারধর এবং সঙ্গে থাকা একটি মোবাইল ও নগদ উনচল্লিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ক্যাম্পাসের অদূরে আবদুল্লাহপুর মোড়ের কাছাকাছি জায়গায় ধাক্কা দিয়ে নামিয়ে দেয়ার অভিযোগ আসে।
পরবর্তীতে উক্ত শিক্ষার্থীসহ আরও কিছু শিক্ষার্থী মিলে ওই বাসটিকে ধাওয়া করে এবং আটক করার চেষ্টা করলে বাসটি দ্রুত পালিয়ে যায়।
এঘটনার জেরে ৩০/৪০ জন শিক্ষার্থী মিলে আনুমানিক ২০:০০ টায় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ধউর গামী এবং ধউর থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জ গামী একই (আসমানী) পরিবহনের সর্বমোট ৫ টি বাস ( ঢাকা মেট্রো ব- ১১৯৩৮১, ঢাকা মেট্রো ব- ১৫-৯৪৭৬, ঢাকা মেট্রো ব- ১৫৩৩২২, ঢাকা মেট্রো ব-১৫৪৪২৫, ঢাকা মেট্রো ব- ১৫৩১৪১)বাস আটক করে।
বর্তমানে আটককৃত বাসগুলো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের জিম্মায় রয়েছে। উল্লেখ্য বাস গুলোতে কোনো ভাংচুরের ঘটনা ঘটেনি। তবে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Facebook Comments