প্রকাশিত সময় : মে, ১৬, ২০২০, ১২:২৪ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 608 জনকরোনাভাইরাসের কারণে ভারতে ২৫ মার্চ লকডাউন ঘোষণার পর থেকে শ্রমিকের লাশের মিছিল বেড়েই চলেছে। ঝুঁকি নিয়ে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন তারা। শনিবার উত্তর প্রদেশে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৪ শ্রমিক নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, দুই ট্রাকেই অভিবাসী শ্রমিকরা ছিল। রাত তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে উত্তর প্রদেশের অরাইয়া জেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
অরাইয়ার সার্কেল অফিসার সুরেন্দ্রনাথ যাদব বলেন, ‘দুর্ঘটনাটি ঘটেছে মিহাউলিতে, যাতে ২৪ জন মারা গেছে এবং আহত হয়েছে ১৫ জন। রাজস্থান থেকে প্রায় ৫০ জন অভিবাসী শ্রমিককে নিয়ে ফিরছিল একটি ট্রেলার ট্রাক এবং ডিসিএম ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।’
অরাইয়া জেলার ম্যাজিস্ট্রেট অভিষেক সিং জানান, রাজস্থান থেকে বিহার ও ঝাড়খন্ডের বিভিন্ন স্থানে যাওয়ার কথা ছিল শ্রমিকদের। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কারণ জানতে চাইলে সার্কেল কর্মকর্তা সুরেন্দ্রনাথ বলেছেন, ‘দুর্ঘটনায় বেঁচে যাওয়া কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারাও মনে করতে পারছে না কীভাবে দুর্ঘটনা ঘটলো।’
সূত্র.রাইজিংবিডি ডট কম
Facebook Comments