প্রকাশিত সময় : মে, ১১, ২০২০, ১২:৫৯ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 672 জনসিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ণিমাগাঁতী ইউনিয়নে ধান কাটার অত্যাধুনিক কৃষি যন্ত্র কম্বাইন হার্ভেষ্টারের মাধ্যমে ধান কাটা শুরু হয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে এ উদ্যোগ নিয়ে ৫০ শতাংশ ভর্তুকিকে দু’ইউনিয়নের দু’জন কৃষককে এ মেশিন দেওয়া হয়েছে। এর একটি পূর্ণিমাগাঁতী ইউনিয়নের মোঃ আল আমিন সরকার কিনেছেন। এর মাধ্যমে কৃষক অতি সহজে স্বল্প খরচ এবং কম সময়ে ধান কাটা ও প্রক্রিয়াজাত করে ঘরে নিতে পারবেন। রোববার দুপুরে উপজেলার পূর্ণীমাগাঁতী ইউনিয়নের গয়হাট্টা খোসালপুর কোনাগাঁতী মাঠে কৃষক মানিক তালুকদারের ৫০ শতক জমিতে কম্বাইন হার্ভেষ্টারের মাধ্যমে ধান কেটে এর উদ্বোধন করেন পূর্ণিমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃআসওয়াদ বিন খলিল রাহাত এবং সাহাব উদ্দিন আহমেদ। কম্বাইন হার্ভেষ্টার এর চালক মোহারম হোসেন জানান মেশিনটি দিয়ে প্রতিদিন ১০ একর ধান কাটা ও প্রক্রিয়াজাত করা যাবে। এক একর ধান কাটতে ৫শ ২০টাকা জ্বালানি খরচ হয়।এ বিষয়ে পূর্ণিমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার জানান জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম কৃষিবান্ধব, তার সহযোগিতায় আমরা এ মেশিনের মাধ্যমে স্বল্প খরচে কম সময়ে মাঠ থেকে ধান কেটে প্রক্রিয়াজাত করে কৃষকের ঘরে পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছি। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আসওয়াদ বিন খলিল রাহাত গণমাধ্যমকে জানান সরকার কৃষিকে যান্ত্রিকিকরণ করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কম্বাইন হার্ভেষ্টারের মাধ্যমে কৃষক কম খরচে আর কম সময়ে ধান কেটে প্রক্রিয়াজাত করে ঘরে নিতে পারবে। এই কৃষি যন্ত্র ৫০ শতাংশ মূল্যে উল্লাপাড়ায় ক’জন কৃষককে দেওয়া হয়েছে।
Facebook Comments