প্রকাশিত সময় : মে, ২৯, ২০২০, ০৭:১৭ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 593 জন(মোঃশফিকুল ইসলাম) করোনায় যখন থমকে গেছে পৃথিবী থেমে গেছে সব। চাকুরীজীবী ঘরে বসে নিচ্ছে বেতন শিল্পপতি পাচ্ছে প্রনোদনা, ছাদে বসে চলছে তাদের নিয়মিত আডডা। আমরা কৃষক শ্রমিক জেলে এখনো ঘুম থেকে উঠি ভোরে ফলাই ফসল ধরি মাছ ঘুরাই কলের চাকা। একবার ভেবে দেখুন, আমরা যদি থেমে যাই থেমে যাবে সব জমবেনা আর ছাদের আডডা কোল বালিশ বোগোলে চেপে হোম কোয়ারেনটাইন মেনে চলা। আমরা ঘরে বসে চাইনা বেতন চাইনা প্রনোদনা। আমি ভূমিহীন কৃষক চাই আমার জমি। আমি দিঘিহীন জেলে চাই আমার জলাশয়। আমি অধিকার বঞ্চিত শ্রমিক চাই আমার সব অধিকার।
Facebook Comments