প্রকাশিত সময় : এপ্রিল, ১৭, ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 398 জনমোঃ আব্দুল হামিদ মেহেরপুর প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নের জন্য প্রস্তাবিত মুজিবনগর মুক্তিযোদ্ধা স্মৃতি কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের পুষ্পস্তবান অর্পণ অনুষ্ঠিত হয়েছে,বুধবার সকালে মেহেরপুরের মুজিবনগর পর্যটন মডেল মিলনায়াতনে এ বিশেষ পুষ্পস্তাপন অরপণ অনুষ্ঠিত হয়।
পুষ্পস্তবান অর্পণ করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক মোজাম্মেল হক, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিসিম হোসেন রিমি, অন্যদের মধ্যে জেলা প্রশাসক মোঃ শামীম হাসান, পুলিশ সুপার এস এম নাজমুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
Facebook Comments