প্রকাশিত সময় : মার্চ, ২৯, ২০২৪, ১২:৩৪ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 1766 জনগাঁয়ের কৃষক ফুয়াদ চাচা ব্যাস্ত থাকে কাজে,
কারো সাথে উঠা বসা করে না সে লাজে।
ছোট থেকেই ফুয়াদ চাচা একটু সরল সোজা,
কৃষি কাজটা করেই তিনি টানে সংসার বোঝা।
একা একা চলা ফেরা ফুয়াদ চাচায় করে,
সারাটাদিন ক্ষেত খামারে থাকেন তিনি পড়ে।
সাদা মনের মানুষ উনি জ্ঞান বুদ্ধি যে কম,
ছোট থেকেই কৃষি কাজে তিনি দিতেছেন শ্রম।
টেনশন করে ফুয়াদ চাচা তার ফ্যামিলি নিয়ে,
চিন্তায় চিন্তায় ফুয়াদ চাচা করে নাই সে বিয়ে।
Facebook Comments