প্রকাশিত সময় : এপ্রিল, ২৬, ২০২৪, ০৭:২৮ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 547 জনকবিতা -“জীর্ণ কুঠির”
কবি- মোঃ আসগর আলী
জীর্ণ কুঠিরে বসবাস মা আর নিজ মেয়ে,
অর্থ সংকটে উর্পাজন আল্লাহর কাছে চেয়ে।
কিশোরী মেয়ে নিজে করে সংসারের সব কাজ,
অর্থ উপায়ে দুধ বিক্রি করে সমাজের মাঝে।
খালিফা উমর (রা)যায় জীর্ণ কুঠিরের পাশ দিয়ে,
মা মেয়ের মিশ্রণের কথা দুধের কমতি নিয়ে।
প্রয়োজন মতো দুধ হয়নি কি করবে আজ তাই,
পানি দিয়ে দুধ পূরন করবে ভাবছি নিশ্চিত।
আল্লাহকে স্মরণ কর মিশিওনা পানি,
সকল কিছু দেখতে পাই তিনি অন্তর্যামী।
মায়ের জীদ পানি দেবে শুনবে না কথা,
মেয়ে বলে আল্লাহ দেখেন কর্ম হবে বৃর্থা।
আল্লাহ ভীতি মেয়ের কথা উমর চিন্তা করে,
এমন মেয়ে বেটার বউ করে নিয়ে নিজ ঘরে।
সেন্টি গেট মুনাফা লোভী ধনী হওয়ার কথা,
৯০ ভাগ-মানুষকে ধ্বংস করে ভাবে নিজের ভালো যথা।
সুদখোর অর্থ লোভী দ্রব্য মূল্য বৃদ্ধি করে যে জন,
আবু জাহেল আবু লাহাবের দল অন্যয় সর্বক্ষণ।
ওজনে কম বেশি নেওয়া সে দুনিয়া ভোগী,
আখিরাত লাভবান সে যে হবে ত্যাগি।
Facebook Comments