প্রকাশিত সময় : এপ্রিল, ২৬, ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 510 জনকবিতা -“প্রকৃতির প্রত্যাঘাত”
কবি- মোঃ আব্দুল হামিদ
বৃক্ষরোপণ কি প্রয়োজন,
বুঝে কি তা আসে?
বৃক্ষ কেটে মানুষ এখন
ভাসে সর্বনাশে।
তীব্রতর তাপ দাহে
পুড়ছে মানুষ নিত্য;
প্রতিশোধ নিতে প্রকৃতি আজ
মানুষকে করেছে ভৃত্য।
নদী হত্যার সাথে সাথে
ভরাট করে খাল
গড়েছো বাড়ি, প্রকৃতি তাই
তুলছে এখন ঝাল।
জলাশয় গুলো করেছো চুলো
বালু দিয়ে ভরে;
বিয়াল্লিশ ডিগ্রি তাপে তাই তো
থাকতে পারো না ঘরে।
খালের পাড়ে পথের ধারে
বটের ছায়াতলে
কতো না মানুষ বিশ্রাম নিতো,
পশুও ছিল দলে।
ভূমিদস্যুর নির্মমতায়
হারিয়ে গেছে বট;
সমাজ জুড়ে চলছে এখন
দুষ্টু লোকের জট।
পাখ পাখালির কিচিরমিচির
গাছের ডালে ডালে,
এখন প্রায় বন্ধ হয়েছে
ষড়যন্ত্রের জালে।
অক্সিজেনের ঘাটতি এখন
চরমভাবে চলছে,
ষড়যন্ত্রকারীর সাথে
অন্যরাও জ্বলছে।
সম্ভবত তাপ দাহের
মাত্রা আরো বাড়বে;
নদী হত্যার প্রতিশোধে
মরুভূমি করে ছাড়বে।
অপকর্মের বদলে একদিন
সবাই দুঃখে ভাসে;
বৃক্ষ কেটে মানুষ এখন
ভাসে সর্বনাশে।
Facebook Comments