কবি- মোঃ আব্দুল হামিদ
বছর ঘুরে আবার এলো
পহলা বৈশাখের ধুম,
বাঙ্গালীরা আজ ব্যস্ত সবাই
ছুটেছে তাদের ঘুম।
নতুন বছরে সবার ঘরে
ফুটুক জ্যোতির্ময় আলো,
ধনী গরিব নির্বিশেষে
থাকুক সমুন্নত ভালো।
সুখ শান্তি স্থাপন হোক
সবার ঘরে ঘরে,
কেহই যেন অনাহারে
যায় না হেন মরে।
এসো এসো এসো হে বৈশাখ
ঘোচাও মনের কালি,
মানুষ আজ দিকভ্রান্ত
দাও আলো এক ফালি।
যাক্ পুরাতন স্মৃতি
মুছে যাক্ গ্লানি,
মুছে যাক্ দুঃখ গাথা
সুখ ও স্বাচ্ছন্দ্য আনি।
এসো আজি বিশ্ব ব্যাপিয়া
আবর্জনা সব ধুয়ে ফেলে,
এসো হে বৈশাখ আমার ঘরে
যায় যেন দিন হেসে খেলে।
Facebook Comments