কবিতা -” হাহাকার “
কবি-মোঃ আব্দুল হামিদ
দ্রব্য মূল্যের বৃদ্ধির তরে চলছে অনাচার।
হাহাকার চলছে তাই সাধারণ জনতার।
কামায় রুজির সাথে দ্রব্য মূল্যের নেই কোন মিল।
কোটি পতির কোটি টাকা নেই তাদের চিন্তা!
হাহাকার চলছে সাধারণ মানুষের,
যাদের নুন আনতে পুরিয়ে যায় পান্তা।।
এভাবে সাধারণ মানুষের চলবে কত অনাচার?
সিন্ডিকেট ব্যবসাইদের কি হবেনা বিচার?
সাধারণ মানুষের চলবে কত এমন হাহাকার!
এই যদি হয় সোনার বাংলা দেশে।
তাহলে সাধারণ মানুষ হয়ে যাক শেষ।
সোনার দেশে সোনার মানুষ ভি আই পি রাই থাক।
তা নাহলে সাধারণ জানতার শুন এবার ডাক।
দ্রব্য মূল্যের দাম কমাও দেশ প্রধানের কাছে মিনতি!
দূর্নীতি নয় সম্প্রতি চাই আমরা সকল জনতা।
দ্রব্য মূল্যর দাম কমালে কাটবে কিছু দারিদ্রতা।
তা নাহলে হাহাকার নয়,হুংকার দিবে সাধারণ জনতা।
সোনার দেশে চলছে পারেনা…
সেন্ডিকেট অরাজকতা।
কেউ সুখে কেউ দুঃখেও খেতে পারবেন।
সবাই এক হলে তা হবেনা তা হবেনা।
সোনার বাংলার সবার কাছে এ হলো আবদার।
দ্রব্য মূল্যের দাম কমিয়ে কাটাও মোদের হাহাকার।
Facebook Comments