প্রকাশিত সময় : মে, ৯, ২০২০, ০৬:১৩ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 714 জনটাঙ্গাইল প্রতিনিধি- করোনাভাইরাসের প্রভাবে এতিহ্যবাহী টাঙ্গাইলের তাঁত শিল্পে বড় রকম ধস নেমেছে। কোটি কোটি টাকার শাড়ি কাপড় বিক্রি বন্ধ হয়ে গেছে। করোনার প্রভাবে বন্ধ হয়ে গেছে হাজার হাজারে তাঁতকল। সাধারণ শ্রমিকরা করোনা থেকে সুরক্ষা পেতে কর্মস্থল ছেরে তাদের নিজ নিজ এলাকায় অবস্থান করছেন।
ইতিমধ্যে দেশের অন্যতম বৃহৎ ও টাঙ্গাইল শাড়ি বিক্রির অন্যতম “করটিয়া হাট” বন্ধ হয়ে গেছে। এছাড়াও বন্ধ হয়ে গেছে কালিহাতী উপজেলার “জোকেরচট হাট”, সদর উপজেলার “বাজিতপুর হাট”। দেলদুয়ার উপজেলার পাথরাইলে শাড়ীর শোরুম গুলোও বন্ধ রয়েছে। সব মিলিয়ে ঈদ মৌসুমে বড় রকম এক ধস নেমেছে তাঁত শিল্পে। এসব স্থান থেকেই সপ্তাহে বিক্রি হতো কোটি কোটি টাকার শাড়ি ।
তাঁত বোর্ড নিয়ন্ত্রিত জেলার দুটি বেসিক সেন্টারের সুত্র মতে, জেলায় ১ লাখ ২০৬ জন তাঁত শ্রমিক রয়েছেন। ৪ হাজার ১৫১ জন রয়েছেন ক্ষুদ্র তাঁত মালিক।
অন্যদিকে শবে বরাতের পর থেকেই টাঙ্গাইলের তাঁত শিল্পে শ্রমিকরা দিন-রাত শাড়ি উৎপাদন কাজে ব্যস্ত থাকত। সারাদেশের শাড়ি ক্রেতারা করটিয়া, বাজিতপুর, ও পাথরাইলের শাড়ীর শোরুম গুলো থেকে শাড়ি ক্রয়ের জন্য ভীড় জমাত।
সারা বছর ঋনের বোঝা বয়ে বেড়ানো তাঁত মালিকরা মুলত রমজান মাসেই তাদের উৎপাদিত শাড়ি বিক্রি করে ব্যাংক এনজিওর দেনা পরিশোধ করত। কিন্ত এবার করোনায় যে সংকট তৈরি হয়েছে তাতে করে তাঁত মালিকরা আর ঋনগ্রস্থ হয়ে পড়ছে। বেকার হয়েছে হাজার হাজার শ্রমিক। তাঁত মালিকদের ঘরে অবিক্রিত পড়ে আছে কোটি কোটি টাকার শাড়ি।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর উপজেলার তাঁত মালিক মমিনুর রহমান বলেন, আমার মোট ৬৩টি তাঁত রয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা শ্রমিকরা সেখানে কাজ করে জীবিকা নির্বাহ করে। করোনার কারনে এখন সব তাঁত বন্ধ হয়ে গেছে। প্রায় ৭০ লাখ টাকার শাড়ি কাপড় আটকা পরে গেছে। চড়া মৌসুমে তাঁত বন্ধ হয়ে যাওয়ায় আমাদের যে ক্ষতি হল সে ক্ষতির জের টানতে হবে আগামী বছর গুলোতে। এছাড়াও দেনা শোধাবার কোন ব্যবস্থাও নেই আমাদের। নেই কোন সরকারের পক্ষ থেকে প্রণোদনা। তাঁত মালিক ও সাধারণ শ্রমিকদের বাঁচাতে সরকারের এগিয়ে আসা ছাড়া আর কোন উপায় দেখছি না।
শাড়ি ব্যবসায়ী মোসলেম উদ্দিন জানান, সারাদেশের শপিংমল ও লোকাল মার্কেটগুলো বন্ধ রয়েছে। শাড়ি ক্রয় ও বিক্রির কোন ব্যবস্থা নেই। আর তাই শাড়ি ক্রয় করছিনা। সরকারের উচিৎ সীমিত সময়ের জন্য হলেও শপিংমল গুলো খুলে দেয়া, যাতে ঈদের কেনা-বেচা স্বাভাবিক থাকে। এতে করে তাঁত মালিকরা বাঁচবে। বিশেষত বেকার হয়ে পরা শ্রমিক গুলো কাজের একটি সুযোগ পাবে। তাঁত শিল্প কিছুটা হলেও আবার প্রাণ ফিরে পাবে।
এ ব্যাপারে তাঁত বোর্ড টাঙ্গাইল বেসিক সেন্টারের লিয়াজোঁ অফিসার রবিউল ইসলাম জানান, করোনার প্রভাবে টাঙ্গাইলের তাঁত শিল্পে প্রায় লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছে। ইতিমধ্যে তাঁত বোর্ডের মাধ্যমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় তিন হাজার দুস্থ তাঁতিদের মাঝে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। এমন সময়ে তাঁত মালিকদের জন্য আলাদা কোন সরকারি প্রণোদনা না থাকলেও তাঁত মালিকদের সুবিধার্থে ৫% সার্ভিস চার্জে ঋণ দেয়ার ব্যবস্থা রয়েছে। নুন্যতম ৩০ হাজার টাকা থেকে ২ লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণ কার্যক্রম চালু আছে তাঁতিদের জন্য।
এদিকে সর্বস্তরের তাঁত মালিক ও তাঁতিরা তাঁত শিল্পকে টিকিয়ে রাখতে তৃণমুল পর্যায়ের তাঁতিদের সাথে কথা বলে সব সমস্যার সমাধান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
Facebook Comments