প্রকাশিত সময় : মে, ১৬, ২০২০, ০৯:৩০ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 203 জনঅনলাইন ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত কোনও ব্যক্তি যদি স্বাস্থ্যসম্মতভাবে রান্না বা খাবার তৈরি না করেন, তাহলে সেই খাবার থেকে অন্যের আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকতে পারে।
মানুষ যখন কাশি তখন সেই কাশির সঙ্গে যে সূক্ষ্ম থুতুকণাগুলো বেরিয়ে আসে – যেটাকে ‘ড্রপলেট’ বলা হয়, সেগুলো যদি আপনার হাতে পড়ে, আর সেই হাত দিয়ে যদি আপনি খাদ্যবস্তু ধরেন, তাহলে সেই খাবার আপনাকে সংক্রমিত করতে পারে।
যারা খাবার তৈরি করছেন, যেকোনও খাদ্যবস্তু ধরার আগে তার ভালভাবে ২০ সেকেন্ড ধরে হাত ধুয়ে নেওয়া খুবই জরুরি।
সূত্র: বিবিসি বাংলা
Facebook Comments