প্রকাশিত সময় : জুন, ১৩, ২০২০, ০৭:১৫ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 608 জনগৃহবাসী -প্রত্যয় বিশ্বাস
করোনা যুদ্ধ রণাঙ্গনের মোরা অস্ত্রবিহীন অভিযাত্রী,
মৃত্যুশঙ্কায় আজ কর্মবিমুখ আমি গৃহবাসী।
বিচূর্ণ হয়েছে সুবিশাল ঐশ্বর্যের দম্ভ,
বিশ্ব দেখেছে জীবনের বিধ্বংস।
জীবনের নিস্তব্ধতার মাঝেও তুমি প্রেমময় সঞ্চারিণী,
তোমার অপার্থিব মিষ্টি শাসনে আবদ্ধ আমি।
বেঁচে গেলে বাঁচবো তোমায় নিয়ে।
অবরুদ্ধ আমি তোমায় নিয়ে মুক্ত হতে চাই,
শূন্য চারণে হাটতে চাই উন্মুক্ত প্রকৃতির সুবজ গালিচায়।
ধরিত্রী সুস্থ হওয়ার পূর্বে যদি হারিয়ে যায়,
ভালবেসে মিলিয়ে যাবো আমি আকাশের তারায়।
সৃষ্টির মহাপ্রাণ মৃত্যুভয় ভুলে নেমেছে রাজপথে,
মানবতার স্বপ্ন শিখড়ে প্রাণের সন্ধানে।
জীবনের অগ্রদূত নিজ প্রাণ সংকট ভুলে,
সংক্রমণের প্রচীর ছিন্ন করে,
এগিয়ে চলেছে বিশ্বজয়ে।
প্রশাসনের চক্ষু এড়িয়ে দেখছি অসচেতনতার বীরত্ব।
হে নির্বোধ, নবজীবন সংগ্রামে হও অবগত।
Facebook Comments