প্রকাশিত সময় : জুলাই, ২১, ২০২০, ০৭:০৫ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 609 জননিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আযাহা তথা কোরবানির ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। কোরবানির পশু কাটাকাটিতে চাই ধারালো দা, বঁটি ও ছুরি। তাই ঈদকে সামনে রেখে কামারদের ব্যস্ততা বেড়ে যায় যেন দম ফেলার সময় নেই তাদের। প্রতিবছরের মতো এবারও একটু বেশি রোজগারের আশায় জামালপুরের, সরিষাবাড়ী থেকে ঢাকায় এসেছেন মোঃ আমেন আলী (৫০) ছেলে মোঃ বাদশা মিয়া (২৫) মোঃ রনি মিয়া (২০) রাজধানীর তুরাগে কামারপাড়া, ভাটুলিয়া রাস্তার পাশে ছোট করে বসিয়েছেন কামারের দোকান।
কামারের দোকানগুলোতে দিনরাত টুং টাংয়ের শব্দ। ছুরি, হাসুয়া, দা, বটি তৈরী ও শান দেওয়ার কাজে ব্যস্ত থাকার কথা ছিল, কিন্তু গত বছরের তুলোনায় এবার তেমন কাজের চাহিদা নেই বললেই চলে।
মোঃ বাদশা মিয়ার সাথে আলাপ চারিতায় জানা যায়। সারা বছর অনেক কম কাজ থাকে। তবে সবচেয়ে বেশি কাজ হয় কুরবানির ঈদ কাছে আসলে। কারণ এই সময়ে পুরনো বটি, ছুরিতে শান দেন সবাই। আবার অনেকে নতুন করে বানিয়ে নেন
কামারের দোকানগুলোতে নতুন ভাবে শোভা পাচ্ছে গরু, ছাগলসহ বিভিন্ন পশু জবাইয়ের উপকরণ। প্রতি বছর কোরবানির ঈদ উপলক্ষে হাসুয়া, ছুরিসহ বিভিন্ন সরঞ্জামাদির ব্যাপক চাহিদা বেড়ে যায়।
সারা বছর টুকটাক কাজ করি। কিন্তু কোরবানি ঈদ আসলেই কাজ বেড়ে যায়। তিনি জানান, প্রতি বছর প্রায় ত্রিশ হাজার টাকার বিক্রি হতো। কিন্তু এবার বিশ্ব মহামারী করোনার কারনে কাজ কম। তাই তাদের আয়ও কম হচ্ছে।
কোরবাণির পশু জবাইয়ের জন্য নতুন ছুরি ও হাসুয়া কিনতে এসেছেন একজন ক্রেতা। তিনি বলেন,
সারা বছর দা, ছুরি পড়ে থাকায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। সামনে ঈদ তাই কামারের কাছে এসেছেন সেগুলো শাণ দিতে।
Facebook Comments