প্রকাশিত সময় : মার্চ, ২২, ২০২০, ১০:৫৯ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 541 জনহাত ধুয়ে নিন, করোনাভাইরাস থেকে মুক্ত থাকুন—এ স্লোগান এখন জনপ্রিয়। এই সঙ্কটময় পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা বেড়েছে মানুষের মধ্যে। অবাক করা বিষয় হচ্ছে, প্রাণীরাও সতর্ক হয়েছেন এ বিষয়ে। যেন তাদের মনেও বোধহয় গেঁথে গেছে করোনা আতঙ্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে এমনটাই প্রমাণ হয়েছে।
‘ওরাংওটাং জঙ্গল স্কুল’ নামের একটি ফেসবুক পেজের ভিডিও এরইমধ্যে নেটিজেনদের মন কেড়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক জায়গায় তিনটি ওরাংওটাং ও তিনজন বনকর্মী রয়েছেন। আর সেখানে একটি ছোট্ট জলার মতো অংশে বারবার হাত ধুচ্ছে ওরাংওটাং।
মঙ্গলবার ফেসবুকে পোস্ট করা হলেও এটি সম্প্রতি রেকর্ড হয়েছে কি-না—তা জানা যায়নি। করোনা সচেতনতায় এই ভিডিও পোস্ট করা হয়েছে বলে লেখা হয়।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী পরভিন কাসওয়ান আরেকটি ভিডিও পোস্ট করেছেন। তিনি মিরক্যাটের মতো একটি প্রাণীর ভিডিও পোস্ট করেছেন, সেটি একটি প্লাস্টিকের গামলায় বেশ কয়েক সেকেন্ড ধরে হাত ধুচ্ছে। পরভিনও পোস্টের সঙ্গে ‘#করোনাভাইরাস’ জুড়ে দিয়েছেন।
Facebook Comments