প্রকাশিত সময় : জুলাই, ১৩, ২০২০, ০৭:২০ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 236 জনআল আমিন বিন আমজাদ: করোনা ভাইরাস (কোভিট ১৯) প্রতিরোধে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৩ জুলাই সোমবার উপজেলার ইমামদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর সাড়ে তিনটায় উপজেলা পরিষদের হলরুমে সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ কানিজ আফরোজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো.মতিউর রহমান কাসেমী, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা রফিকুল্যাহ মাজাহিরী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম,পরিদর্শক (ওসি তদন্ত) মাহামুদুল হাসান, ইসলামী ফাউন্ডেশনের ফুলবাড়ী উপজেলা ফিল্ড সুপার ভাইজার সামসুদ্দোহা প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার সকল মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন বলেন ইমামগন দেশ ও জাতির পথ প্রদর্শক তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা সবসময় থাকবে,করোনার এই পরিস্থিতিতে ইমামের জোরদার ভূমিকা রাখা উচিত ইমাম সাহেবেরা যদি মুসল্লিদের সামাজিক দূরুত্ব ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করে তাহলে মানুষ অনেকটাই সচেতন হয়ে যাবে। করোনা প্রতিরোধ সরকারের পাশাপাশি আমাদেরো ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
Facebook Comments