প্রকাশিত সময় : মে, ৩০, ২০২০, ০৯:৫৭ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 683 জনঅনলাইন ডেস্ক: সিরাজগঞ্জ কামারখন্দে শত্রুতা করে মেরে ফেলা হয়েছে ৪ হাজার সোনালী মুরগী এমনটাই দাবি খামারীর।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার রায়দৌলতপুর গ্রামের খামারী আয়নাল হক মন্ডলের খামারে।
খামারী আয়নাল হক মন্ডল জানান, শুক্রবার রাতে আমার দুটি খামারের ৮ হাজার মুরগীকে খাবার দিয়ে আমি বাড়ীতে চলে যাই।
শনিবার সকালে খামারে এসে দেখি একটি খামারের ৪ হাজার মুরগী মরে পড়ে রয়েছে। কে বা কারা শত্রুতা করে মুরগীগুলো মেরে ফেলেছে আমার জানা নেই। খামারের মুরগীগুলোর বয়স হয়েছিল ৪৫ দিন আর প্রত্যেকটা মুরগীর ওজন হয়েছিল ৫শ’ গ্রাম করে। আমার প্রায় ৪ লক্ষাধিক টাকা ক্ষতি হয়ে আমি নিঃস্ব হয়ে গিয়েছি। ব্যাংক থেকে ঋণ নিয়ে খামার করেছিলাম আমি এখন কিভাবে এই ঋণ পরিশোধ করবো।
এ ব্যাপারে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই জানান, ৪ হাজার মুরগী মারার ঘটনাটি খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক। উপ সহকারি প্রাণীসম্পদ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। কিভাবে মুরগীগুলোকে মারা করা হয়েছে বিষয়টি জানার জন্য।
মুরগীর মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
Facebook Comments