মঙ্গলবার (১২ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর সিনিয়র সহকারি পরিচালক ও মিডিয়া অফিসার এম এম এইচ ইমরান।
অর্থদণ্ড প্রাপ্তরা হলেন, জামতৈল বাজারের হেলাল উদ্দিন, মাসুম আলী, রঞ্জু মিয়া, আব্দুল মালেক, শাহাদৎ হোসেন, মকবুল হোসেন, জুয়েল রানা, নান্নু হোসেন খন্দকার ও নূরে আলম।
সংবাদ বিজ্ঞপ্তিতে এম এম এইচ ইমরান জানান, সোমবার (১১ মে) রাতে সিরাজগঞ্জ ড্রাগ সুপার শেখ আহসান উল্লাহর তত্বাবধানে উপজেলার জামতৈল বাজারে বেশ কয়েকটি ওষুধের দোকানে অভিযান চালায় র্যাব-১২ সদস্যরা।
অভিযান চলাকালে ওই ৯টি ফার্মেসী থেকে ২২৩ পিস রেজিস্ট্রারবিহীন, ৭ হাজার ৮৫৪ পিস চিকিৎসকের স্যাম্পল, ৬৭৮ পিস মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ১১৩ পিস নেশা জাতীয় টাপেন্টাডোল ট্যাবলেট জব্দ করা হয়।
পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সহকারি পরিচালক মো. মাহমুদ হাসান রনির আদালতের মাধ্যমে ওই ৯ ফার্মেসী মালিককে বিভিন্ন পরিমাণে মোট ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়।
Facebook Comments