প্রকাশিত সময় : আগস্ট, ২০, ২০২৪, ০৯:১৯ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 225 জনগোলাম রসুল আশুলিয়া প্রতিনিধি
সাভার ইপিজেডসহ অন্যান্য কারখানায় সমহারে পুরুষ শ্রমিক নিয়োগের দাবিতে বিক্ষোভ করেছেন চাকরী প্রত্যাশীরা।
সকালে বিক্ষোভকারীরা ঢাকা ইপিজেডের নতুন ও পুরাতন জোনের প্রধান ফটক দুটিতে অবস্থান নেয়।
শ্রমিকদের কারখানায় প্রবেশে বাধা দেয়, বিক্ষুব্ধরা।
ঢাকা চন্দ্র মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা এ সময়ে ৩ কিলোমিটার যানজট সৃষ্টি হয়
আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। আজও একই দাবিতে তারা আন্দোলন করছেন। আমরা তাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছি।’
এ বিষয়ে জানতে ডিইপিজেডের নির্বাহী পরিচালক আহসান কবীরের ফোনে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে বেপজার তথ্য বলছে, ঢাকা ইপিজেডে মোট শ্রমিক ৭৯ হাজার ৫৮৮ জন। যার মধ্যে নারী শ্রমিক ৪০ হাজার ৮১৮ জন, পুরুষ ৩৮ হাজার ৭৭০ জন। অর্থাৎ ৫১ শতাংশ নারী ও ৪৯ শতাংশ পুরুষ শ্রমিক কর্মরত এখানে।
বেপজার নির্বাহী পরিচালক (জনসংযোগ) আনোয়ার পারভেজ বলেন, ইপিজেডে যোগ্যতার ভিত্তিতে শ্রমিক নেওয়া হয়। এখানে নারী-পুরুষের ভেদাভেদ করা হয় না। কোনো প্রতিষ্ঠানে যেমন-গার্মেন্টসে হয়তো নারী শ্রমিক বেশি দরকার, সেখানে কিছুটা নারী শ্রমিক বেশি। আবার কিছু প্রতিষ্ঠান রয়েছে-যেমন সোয়েটার বা অ্যাকসেসরিজ টাইপের, যাদের পুরুষ শ্রমিক বেশি দরকার, সেখানে পুরুষই নেওয়া হয়।
‘উদাহরণস্বরূপ বলি, একটি গার্মেন্টসে হয়তো নারী শ্রমিক ৮০ শতাংশ। আবার দেখা গেছে, ঢাকা ইপিজেডের একটি অ্যাকসেসরিজ কারখানায় পুরুষ শ্রমিক ৯১ শতাংশ। এভাবে মোট শ্রমিকের ৫১ শতাংশ নারী আর ৪৯ শতাংশ পুরুষ’, যোগ করেন আনোয়ার পারভেজ।
বিপজার এই কর্মকর্তা আরও বলেন, “বিক্ষোভ প্রদর্শনকারী কথিত চাকরিপ্রার্থীদের সঙ্গে বেপজার পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতা, সহনশীলতা ও সহানুভূতির সঙ্গে সুষ্ঠু সমাধানে চেষ্টা করা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে কিছু গ্রুপের সঙ্গে যখন কথা বলা হচ্ছে, পেছনেই আরেকটা গ্রুপ আগেই ‘মানি না’ বলে স্লোগান দিচ্ছে। একেক গ্রুপ একেক সময় একেক বক্তব্য উপস্থাপন করছে। শুধু তাই নয়, চাকরিপ্রার্থী বিক্ষোভকারীদের অনেকের কাছেই সিভি চাইলে দেখা যাচ্ছে তারা সিভি না দিয়ে পেছনে চলে যাচ্ছেন।”
বর্তমানে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর যখন দেশে সবক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে এনে অর্থনীতির গতি স্বাভাবিক করার চেষ্টা করছে, তখনই চাকরিপ্রত্যাশীদের এই আন্দোলন ইপিজেডের স্বাভাবিক কর্মপরিবেশ ব্যাহত করছে বলেও জানান বেপজার নির্বাহী পরিচালক আনোয়ার পারভেজ
Facebook Comments