প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ৫, ২০২০, ০৫:১৫ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 1183 জনমোঃকাওছার ইসলাম (কালকিনি) মাদারীপুর প্রতিনিধিঃ সূর্যমনি বাজারের (পূর্ব পাশে) মাদ্রাসা-স্কুলে যাতায়াতের একমাএ চলাচলের রাস্তা দীর্ঘদিন যাবত অচল অবস্থায় পড়েছিল। এ রাস্তার জন্য প্রতিদিন সাধারণ পথচারী , স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের রাস্তাটি চলাচলে বেগ পেতে হতো, প্রচুর ভোগান্তির সৃষ্টি হতে সাধারণ মানুষের । রাস্তাটি পুনঃ সংস্করণের নিজ উদ্যোগে দায়িত্ব নেন মাদারীপুর জেলা পরিষদের সদস্য এডভোকেট জনাব আদ্বুল্লাহ আল মামুন। এতে করে সাধারণ মানুষ সুন্দর ভাবে চলাচল করতে পারবে। মাদারীপুর জেলা পরিষদের সদস্য এডভোকেট আব্দুল্লাহ আল মামুন জানান, আমি রাস্তাটি বেহাল দশার কারনে সাধারণ মানুষের কথা চিন্তা করে নিজ উদ্যোগে রাস্তাটি পুনঃ সংস্কার করার দায়িত্ব নেই। এছাড়াও আমি বিভিন্ন মজিদ মাদ্রাসার নিজ উদ্যোগ বিভিন্ন সাহায্য সহযোগিতা করছি। রাস্তাটি মেরামত করার কারনে সাধারণ মানুষের দীর্ঘ দিনের জনেদুরভোগ দূর হয়েছে। ভবিষ্যতে ও তার এই ধারা অব্যাহত থাকার কথা জানান।
Facebook Comments