প্রকাশিত সময় : নভেম্বর, ২২, ২০২১, ০৯:০৭ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 768 জনগাজীপুর: গাজীপুর সিটি করপোরেশন কোনাবাড়ি কামরাঙিচালা এলাকায় নিউ লাইন গার্মেন্টসের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে। এতে মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।
সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে আন্দোলন শুরু করে শ্রমিকরা।
শ্রমিকরা জানান, গত দুইমাস ধরে বেতন দেয় না কর্তৃপক্ষ। বেতন চাইলে বিভিন্ন অজুহাত দেখায়। তাই মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
ওই প্রতিষ্ঠানের শ্রমিক সোহেল বলেন, ‘প্রতিমাসে বেতন দেওয়ার সময় এমন ঝামেলা করে। গত দুই মাস ধরে বেতন পাচ্ছি না।’
সালনা কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক বলেন, ‘১ ঘণ্টা ধরে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলে সমাধান করার চেষ্টা করছি।’
Facebook Comments