প্রকাশিত সময় : অক্টোবর, ২৩, ২০২০, ০২:২৪ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 775 জনগাজীপুর প্রতিনিধি :গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় তৈরি পোশাক রাখার গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।
বৃহস্পতিবার [২৩ অক্টোবর ২০২০] দিনগত রাত দুইটার দিকে শুরু হওয়া অগ্নিকাণ্ডে কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকার ওই গুদামের পাঁচটি ছোট গুদাম ও বাসা বাড়ির দুইটি রুম পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ পরিদর্শক মিরাজুল ইসলাম জানান, গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ এলাকার আরিফ হোসেনের টিনশেডের বাড়ির পাঁচটি রুম গুদাম হিসেবে ভাড়া নেন এক ব্যবসায়ী। গুদামগুলোতে গার্মেন্টসের স্টক লটের তৈরি পোশাক রাখা ছিল।
“রাত দুইটার দিকে গুদামের একটি কক্ষে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে পাশের আরও চারটি গুদাম ও বসতঘরে ছড়িয়ে পড়ে।”
খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।
তিনি বলেন, আগুনে পাঁচটি গুদাম, বসত ঘরের দুইটি কক্ষ এবং সেখানে থাকা মাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ তদন্তের পর বলা যাবে।
Facebook Comments