প্রকাশিত সময় : জুন, ৬, ২০২২, ০৭:০১ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 549 জনতৈরি পোশাক শ্রমিকদের রেশন কার্ডের মাধ্যমে খাদ্য সামগ্রী দেবে সরকার। এবং এমাসের মধ্যেই মজুরি বৃদ্ধির জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠনের আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন সাবেক মন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খান।
আজ (৬ জুন) সোমবার বিকেলে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে শ্রমিক সংগঠন সমূহের নেতৃবৃন্দ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে প্রেস বিফ্রিংয়ে এ কথা বলেন। বৈঠকে শ্রমিকনেতা আবুল হোসাইন, মন্টু ঘোষ, সিরাজুল ইসলাম রনি, রফিকুল ইসলাম সুজন, আলাউদ্দিন, লাভলী ইয়াসমিন, বিজিএমইএ-এর প্রথম সেক্রেটারি সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মিনা মাসুদ উপস্থিত ছিলেন।
শাজাহান বলেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে শ্রমিকরা শ্রমিক অুসবিধায় আছে। এই অসুবিধার বিষয়টিকে কাজে লাগিয়ে বিএনপি শ্রমিককের ব্যবহার করে ভাংচুর, অগ্নি সংযোগ এবং মানুষের জানমালের ক্ষতি করছে। কারখানা ভাংচুর করছে। ২৫ জুন পদ্মা ব্রীজ উদ্বোধনের দিনকে কেন্দ্র করে সারা দেশের মানুষের মাঝে উৎসবের পরিবেশ বিরাজ করছে। সেই উৎসবের পরিবেশকে বিঘ্ন ঘটাতে শ্রমিকদের দুর্বলতাকে কাজে লাগিয়ে তৈরি পোশাক শিল্পকে ধ্বংস করতে চাইছে। শ্রমিকদের ব্যবহার করে বিএনপিকে এই অস্থিরতা তৈরি করতে দেওয়অ হবে না।
তিনি বলেন, সরকার শ্রমিকদের দাবির বিষয়টি আন্তরিকতার সাথে বিবেচনায় রাখে। এবং তারই আলোকে রেশন কার্ডের মাধ্যমে নিত্যপণ্য দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলতি মাসের মধ্যে মজুরি বৃদ্ধির জন্য ন্যূনতম বোর্ড গঠনের জন্য আলোচনা শুরু হবে।
এদিকে বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুর এলাকায় গত বৃহস্পতিবার থেকে আন্দোলন করে আসছে, তৈরি পোশাক খাতের শ্রমিকরা। সোমবার একই দাবিতে আন্দোলনে নামে উত্তরা এলাকার কারখানা শ্রমিক। আর পরিস্থিতি বিবেচনায় শ্রমিক পক্ষের সঙ্গে বৈঠক করেছেন, সাবেক মন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খান।সূত্র.dailyvorerakash.com
Facebook Comments