প্রকাশিত সময় : মে, ৩১, ২০২৪, ০৯:২৬ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 369 জনগোলাম রসূল (আশুলিয়া) প্রতিনিধিঃ
আশুলিয়া,জামগড়া এলাকায় টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এর ব্যানারে গার্মেন্টস শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়।
আজ ৩১(মে শুক্রবার)২০২৪, বিকেল ৪ টায় আশুলিয়া জামগড়া এলাকায় শ্রমিক সমাবেশে বিভিন্ন গার্মেন্টস শ্রমিকরা জড়ো হতে থাকেন। এসময় কয়েকটি শ্রমিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন তারা বলেন। আগামী বাজেটে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ও আবাসন,এর জন্য বরাদ্দ, বে আইনি ভাবে শ্রমিক ছাটাই বন্ধ করতে হবে ও ঈদের আগে বেতন বোনাস দিতে হবে। আশুলিয়া ফ্যান্টাসি কিংডমের সামনে মানব বন্ধন কর্মসূচির আয়োজনে। সভাপতিত্বে করেন সংগঠনের ঢাকা জেলা কমিটির সভাপতি, শ্রমিক নেতা মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যের টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা তপন সাহা তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী ২০২৩ সালে গার্মেন্টস শ্রমিকদের প্রতিশ্রতি দিয়েছিলেন। গার্মেন্টস শ্রমিকদের রেশনিং এর ব্যবস্থা করবেন। তিনি তার প্রতিশ্রতি রক্ষা করেন নি। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষার আহবান জানান। তিনি গার্মেন্টস শ্রমিকদের জন্য আবাসন ব্যবস্থা গড়ে তোলার আহবান জানান। বে আইনি ছাটাই নির্যাতন বন্ধ ও ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের দাবি জানান।
আরো বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন এর নেতা ইসমাইল হোসেন ঠান্ডু, গার্মেন্টস শ্রমিক জোটের নেতা মিজানুর রহমান।
সম্মিলিত শ্রমিক ফেডারেশনের নেতা আলমগীর।
সভাপতির বক্তব্য মিজানুর রহমান, সরকার ও শ্রমিকদের দাবি গুলো মেনে নেবার আহবান জানান। নতুবা ব্যপক আন্দোলন গড়ে তোলার কথা জানান।
Facebook Comments