নিজস্ব প্রতিবেদকঃ- গার্মেন্টস শ্রমিকসহ দেশব্যাপী, শিশু ও নারী ধর্ষণ এবং নারী হত্যার প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার (০৯ অক্টোবর) সকালে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্টিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তপন সাহা, ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির ঢাকা জেলা কমিটির সভাপতি মিজানুর রহমান। এসময় বক্তারা বলেন, গার্মেন্টস শ্রমিকসহ নারী নির্যাতন ও গণধর্ষণ দেশে মহামারী আকার ধারণ করেছে। তাই দ্রুত ধর্ষকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলকক শাস্তির দাবি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের ঢাকা জেলা কমিটির, মোঃ ইউসুফ শেখ, গোলাপ মিয়া, শাহিন রেজা, সাভার আশুলিয়া ধামরাই শিল্পঞ্চল, শাহ্ আলম, শফিকুল ইসলাম নেওয়াজ, জান্নাতুল ফেরদৌস আঁখি, রতন হোসেন মোতালেবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
Facebook Comments