প্রকাশিত সময় : আগস্ট, ৮, ২০২০, ০২:২৮ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 559 জনইসমাঈল হোসাইন শামীম: চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার, দৈনিক জাগো নিউজের জেলা প্রতিনিধি, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি, ফরিদগঞ্জের ২ নং বালিথুবা ইউনিয়নের শোশাইরচর চৌধুরী বাড়ীর কৃতি সন্তান, দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাতা, ইকরাম চৌধুরী আজ শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে ঢাকার ধানমন্ডি জেনারেনাল এন্ড কিডনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু সময় তার বয়স হয়েছিল ৫৫ বছর।তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, ৫ভাই-৩বোনসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
সাংবাদিক ইকরাম চৌধুরীর ছোট ভাই চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বেসরকারি টিভি চ্যানেল আরটিভির স্টাফ রিপোর্টার শরীফ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনিসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন।
৫ আগস্ট রাতে আকস্মিকভাবে তার প্রচন্ড শ্বাসকষ্ট ও বুক ব্যথা দেখা দেয়। সেই রাতেই দ্রুত তাকে শহরের বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে রাতেই ঢাকায় ধানমন্ডি জেনারেল এন্ড কিডনি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শনিবার ভোররাতে তিনি হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন ।
এক শোকবার্তায় বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেন জনাব ইকরাম চৌধুরী একজন নর্ম ভদ্র সুশিক্ষিত আত্মমর্যাদাশীল সৎ আদর্শবান সাংবাদিক ছিলেন। তার মৃত্যুতে চাঁদপুরবাসী হারালো একজন গুণী সাংবাদিককে, এবং সংবাদ কর্মীরা হারালো তাদের অভিভাবক কে। ইকরাম চৌধুরী চাঁদপুরবাসীর মনিকোঠায় ও যেই স্থান করে নিয়েছেন তা কখনোই ভুলার নয়। সুজিত রায় নন্দী মরহুম ইকরাম চৌধুরীর বিদেহী আক্তার শান্তি কামনা করে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। সেই সাথে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Facebook Comments