আল আমিন বিন আমজাদ
দিনাজপুরের ফুলবাড়ীতে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফুলবাড়ী সরকারি কলেজের উদ্যোগে ও কলেজ শাখা ছাত্রলীগের সার্বিক সহযোগিতায় বৃক্ষ রোপন করা হয়েছে।১৫ আগস্ট দুপুর ১২ টার দিকে ফুলবাড়ী সরকারি কলেজ ক্যাম্পাসের আশেপাশের পরিবেশ সুন্দর করতে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। এসময় ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নজমুল হক এর নেতৃত্বে কলেজের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। গাছ রোপণে সার্বিক সহযোগিতা করেছেন ফুলবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ তৌহিদুজ্জামান রাসেল।তৌহিদুজ্জামান রাসেল বলেন আমরা সবসময় জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি,বঙ্গবন্ধুর সপ্ন ছিল সুজলা সুফলা সোনার বাংলা গড়ার বাংলাদেশ ছাত্রলীগ সেই সপ্নকে বাস্তবায়নে অঙ্গীকার বদ্ধ। বর্তমান সরকারের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে আগামীতেও যাবে ইনশাআল্লাহ,জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে যারা দেশকে ধ্বংস করতে চেয়েছিল তাদের দুঃস্বপ্ন কখনই পুরন হবেনা।
Facebook Comments