স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৫ আগস্ট ২০২০ রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজসহ ১৫টি রোটার্যাক্ট ক্লাবের স্বাগতিকতায় ‘রং তুলিতে আগস্ট’ নামে রোটার্যাক্ট চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্বাগতিক ক্লাবসমূহ হলো- রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ, আইইউবিএটি ইউনিভার্সিটি, ইস্টওয়েস্ট মেডিকেল কলেজ, ঢাকা ম্যাভরিক্স, ঢাকা সাউথ, ধানমন্ডি লেক ভিউ, যশোর ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি, মেট্রোপলিটন রাজশাহী, নওয়াপাড়া, নারায়ণগঞ্জ রিভারভিউ, পূর্বাশা প্লাস, রাজশাহী গভ. কলেজ, রেশমনগর, শ্যামলী ঢাকা ও শ্যামলী পাইওনিয়ার। অনলাইন প্লাটফর্ম জুম-এ অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রোটার্যাক্ট কমিটি চেয়ারম্যান পিডিআরআর রোটারিয়ান জহিরউদ্দিন বাবর এবং বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা এস এম আলী আজম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা গ্রান্ডের প্রাক্তন সভাপতি রোটারিয়ান একেএম আহসানুর রহমান মল্লিক রনি, রোটারিয়ান শামীম আহমেদ, নির্বাচিত জেলা রোটার্যাক্ট প্রতিনিধি এম মোস্তাফিজুর রহমান, জেলা সচিব সোহাগ, জেলা সম্পাদক রাহাবার মোস্তাকিম, রিজিয়ন-৬ এর রিজিওনাল রিপ্রেজেন্টিটিভ রাশেদুল ইসলাম, রোটার্যাক্ট ক্লাব অব শ্যামলী পাইওনিয়ারের প্রাক্তন সভাপতি সাব্বির রহমান স্বজন প্রমুখ। অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের সভাপতি মো. তরিকুল ইসলাম, রোটার্যাক্ট ক্লাব অব আইইউবিএটি ইউনিভার্সিটির সভাপতি মাইশা প্রমি, রোটার্যাক্ট ক্লাব অব ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের সভাপতি আফরিনা ইসলাম বৃষ্টি, রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা ম্যাভরিক্সের সভাপতি মাসুদ করিম, রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা সাউথের সভাপতি শফিকুল ইসলাম, রোটার্যাক্ট ক্লাব অব ধানমন্ডি লেক ভিউর সভাপতি সোহেল তানভীর, রোটার্যাক্ট ক্লাব অব যশোর ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজির সভাপতি মেহেদী রাহাত মাসুম, রোটার্যাক্ট ক্লাব অব মেট্রোপলিটন রাজশাহীর সভাপতি লুৎফর রহমান লিখন, রোটার্যাক্ট ক্লাব অব নওয়াপাড়ার সভাপতি সফর গাজী লাবু, রোটার্যাক্ট ক্লাব অব নারায়ণগঞ্জ রিভারভিউর সভাপতি হাবিবুর রহমান পলাশ, রোটার্যাক্ট ক্লাব অব রাজশাহী গভ. কলেজের সভাপতি শাহনাজ পারভীন, রোটার্যাক্ট ক্লাব অব রেশম নগরের সভাপতি শিবলী খাতুন, রোটার্যাক্ট ক্লাব অব শ্যামলী ঢাকার সভাপতি শাকিল শাহরিয়ার, রোটার্যাক্ট ক্লাব অব শ্যামলী পাইওনিয়ারের সভাপতি অনিক বড়ুয়া নিরব প্রমুখ। রোটার্যাক্ট চিত্রাঙ্কন প্রতিযোগিতায় রোটার্যাক্ট ক্যাটাগরিতে ১ম স্থান অর্জন করেছেন রোটার্যাক্ট ক্লাব অব গ্রিন উত্তরার যুগ্মসচিব আশিকুল ইসলাম সৈকত, ২য় স্থান রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর নিয়ন্তা মাহজাবিন ও ৩য় স্থান রোটার্যাক্ট ক্লাব অব শ্যামলী পাইওনিয়ারের প্রাক্তন সভাপতি সাব্বির রহমান স্বজন। নন-রোটার্যাক্ট ক্যাটাগরিতে ১ম স্থান অর্জন করেছে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের ৫ম শ্রেণির ছাত্রী সিমিন হাবীব সাফা, ২য় স্থান শহীদ পুলিশ স্মৃতি কলেজের ৪র্থ শ্রেণির ছাত্র ইমরুল কায়েস রাফছান ও ৩য় স্থান সাভার ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র মাহিনুর রহমান এবং বিশেষ পুরস্কার লাভ করেছে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের ৮ম শ্রেণির ছাত্রী নওবা তাহিয়া হোসেন ও ভিকারুন্নেছা নুন স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্রী হুমায়রা আদিবা।
Facebook Comments