প্রকাশিত সময় : অক্টোবর, ১, ২০২০, ১১:২৯ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 397 জনমোঃ সাব্বির হোসেন (কামারখন্দ) প্রতিনিধিঃ- সিরাজগঞ্জ কামারখন্দ জামতৈল বাজার রাস্তার উভয় পাশে কেউ ঘরের বারান্দায় আবার রাস্তার পাশফুটপাত দখল করে চলছে রমরমা ব্যবসা। কেউ কাপড়ের দোকান আবার কেউ ফলের দোকান, রাস্তাটা জামতৈল রেলওয়ে ষ্টেশন পর্যন্ত হওয়ায় রিক্সা ভ্যানের যাত্রী উঠানামা সহ গাড়ী পার্কিং করে থাকে যার কারনে নারী শিশু বৃদ্ধাদের চলাচলের সমস্যয় পড়তে হয়। আরিফা (১৯) নামে জানায় ব্যাটারী চালিত ভ্যন গুলো খুব দূরত চলে আসে মনে হয় এইবুঝি গায়ের উপরে উঠে পড়ল ফুটপাতের রাস্তা দখলের কারনে সাইট দেওয়ার সুযোগ থাকেনা তাই তিনি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন। জামতৈল বাজারে রেলওয়েষ্টেশনে হতে কামারখন্দ থানার দিকে জনগুরত্বপূর্ণ সড়কটির অবৈধ দখল উচ্ছেদ করে জনসাধরণের চলাচলের পথ সুগম করে দেওয়ার জন্য, না হলে বিভিন্ন সমস্যায় পড়তে হয় জন সাধারনের।
Facebook Comments