শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে রঘুনাথ কোচ (৫০) নামে দুর্বৃত্তরা। রঘুনাথ কোচ উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি গ্রামের শ্রীনাল কোচের ছেলে। ঘটনাটি ঘটে ১২ আগষ্ট বুধবার রাত ১০ টায়। রঘুনাথ কোচের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০ টায় কে বা কারা ফোনে রঘুনাথ কোচকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। পরে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে দু পা ভেঙ্গে দেয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রঘুনাথ কোচের অবস্থা আশংকাজনক। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করতে আসেনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Facebook Comments