প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৬, ২০২০, ০৭:৪০ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 625 জনশেরপুর প্রতিনিধিঃ-শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মনিন্দ্র মারাক (৬৫)নামে এক আদিবাসী কৃষকের মৃত্যু হয়েছে। মনিন্দ্র মারাক উপজেলার গৌরিপুর ইউনিয়নের দুধনই গ্রামের মৃত মুহসিন মারাকের ছেলে। ঘটনাটি ঘটে ২৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে। গৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো, হাবিবুর রহমান মন্টু জানান,মনিন্দ্র মারাকের বাড়ির একটি বাশ বিদ্যুতের তারের উপর হেলে পরে। শুক্রবার দুপুর আড়াই টার দিকে মনিন্দ্র মারাক বিদ্যুতের তারের উপর থেকে ওই বাশ কাটতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে ঘটনাস্হলেই তার মৃত্যু হয়। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো,আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Facebook Comments