প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৯, ২০২০, ০৬:৫৭ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 699 জনমেহেদী হাসান (মাসুম), শেরপুর প্রতিনিধিঃ-
শেরপুরের ঝিনাইগাতীতে রাষ্টীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা লোকমান হাকিমের দাফন সম্পন্ন করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর রোববার বিকাল ৪ টা ২০ মিনিটে ঝিনাইগাতী বাজারস্থ তার নিজ বাড়ীতে বাধ্যক্ষ্য জনিত কারনে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহে……রাজেউন)। মৃত্যু সময় তার বয়স হয়েছিল (৭০) বছর। মরহুমের প্রথম জানাযার নামাজ ২৮ সেপ্টেম্বর সোমবার সকাল ৯ টা ৩০ মিনিটে গালস্ স্কুল সংলগ্ন সোলাইমানের ধানের খলায় রাষ্টীয় মর্যাদায় সম্পন্ন করা হয়। এসময় মরহুমের প্রতি ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা জানান, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সুরুজ্জামান আকন্দ প্রমূখ। দ্বিতীয় জানাযার নামাজ সকাল ১১ টায় মরহুমের গ্রামের বাড়ী নলকুড়া রাবারড্যাম জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমের গ্রামের বাড়ী পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Facebook Comments