প্রকাশিত সময় : নভেম্বর, ২৫, ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 297 জনবি. এম. আশিক হাসান, জ্যেষ্ঠ প্রতিবেদক:
গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানার অন্তর্গত নতুন বাজারের ক্যাপরী সিনেমা হল সংলগ্নে আলহামদুলিল্লাহ বিখ্যাত গরুর মাংসের হোটেল উদ্বোধন হয়
হোটেল মালিক মোঃ রাশেদুল ইসলাম এবং শহিদুল ইসলাম উজ্জলের সমন্বয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের অন্যতম বিএনপি নেতা সরকার শাহিনূর ইসলাম রনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ৪৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ দুলাল হোসেন, আব্দুর রহিম কালা, মিডিয়া পার্সন আব্দুর রহমান, আলী আহম্মদ টুক্কু , প্রমুখ।
আলহামদুলিল্লাহ বিখ্যাত গরুর মাংসের হোটেলে বিখ্যাত উজ্জল বাবুর্চির হাতের রান্নার স্বাদ অতুলনীয় এ হোটেলে প্রতিদিন দুপুরের মেনুতে গরুর মাংস পাওয়া যাবে, এর সাথে থাকছে ভাত, খাসির মাংস, আলু ভর্তা, শুটকি ভুনা, পাতলা ডাউল। বিকেলের নাস্তায় থাকছে কিশোরগঞ্জের রাজা হাস মাংস, সিটে রুটি, ভাইরাল রসগোল্লা চা, এর সাথে থাকছে চেয়ে দধি, মিষ্টি, আরো সু রুচিকর খাবার থাকবে বলে হোটেল কর্তৃপক্ষ জানান।
Facebook Comments