প্রকাশিত সময় : জানুয়ারি, ১১, ২০২৫, ০২:৫৪ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 5 জনবি. এম. আশিক হাসান, গাজীপুরের টঙ্গীতে সাবেক এমপি আহসান উল্লাহ মাষ্টার হত্যা মামলায় কারা অন্তরীণ বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত টঙ্গীবাসীর ব্যানারে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে বিড়ম্বনায় পরেন সাধারণ যাত্রী ও পথচারীরা।
এর আগে সকাল থেকে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে কলেজ গেট এলাকায় উপস্থিত হন তার অনুসারীরা।
সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পতিত ফ্যাসিস্ট-স্বৈরাচার আওয়ামী লীগের পরিকল্পিত ষড়যন্ত্রের স্বীকার হয়ে দীর্ঘ ২০ বছর কারা অন্তরীণ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার। অবিলম্বে তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবী জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য প্রবীন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির আহমেদ ও রনি সরকারসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ জনগন।
অপর দিকে একই সময় জাতীয় পার্টির যুগ্মসচিব নুরুল ইসলাম, তার দুই সহোদর ভাই শহিদুল ইসলাম শিপু ও অহিদুল ইসলাম টিপুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ করেছে টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টি। এসময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টির আহবায়ক সাইফুল ইসলাম খান, টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টির সাবেক সহ সভাপতি আরাব রিফাতসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও এলাকাবাসী।
Facebook Comments