প্রকাশিত সময় : জুলাই, ২৬, ২০২০, ১২:৩১ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 757 জনরাজধানীর উত্তরা কামারপাড়া চেক পোষ্টের ট্রাফিক উত্তরা পশ্চিম জোনের টি আই তানভিরের নেতৃত্বে রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন করেন।
এব্যাপারে টি আই তানভিরের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি জনগনের দূর্ভোগ লাগবে অতীতে এরকম সংস্কারমুলক কাজ করেছি। এখন জনগনের সুবিধার্থে দূর্ঘটনা এড়াতে তাতক্ষনিক ব্যবস্থা হিসেবে নিজ উদ্দ্যোগে সার্জেন্ট খোরশেদ আলম, সার্জেন্ট রুবেল কন্সটেবল মোস্তাফিজ সহ স্থানীয় রিক্সা চালকদের সহযোগীতায় উক্ত সংস্কারের কাজ সম্পন্ন করি।
তিনি আরো বলেন প্রতিদিন সন্ধায় চাপ বাড়লে খানা খন্দকের কারনে গাড়ীর গতি কমে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে গভীর রাত পর্যন্ত যানজট নিরসনে আমাদেরকে রাস্তায় নিরলস কাজ করতে হয়।
Facebook Comments