প্রকাশিত সময় : মে, ২৪, ২০২০, ০৯:১৮ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 1448 জনঅনলাইন ডেস্ক: রংপুর নগরীর তাজহাট এলাকার ক্যাডেট কলেজের সামনে একটি ট্রাকের কেবিন থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর চালক আজিজুল ও হেলপারকে আটক করেছে পুলিশ। নিহতের নাম মাহমুদা আক্তার মৌসুমী। সে ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন। তার বাড়ি লালমনিরহাটের পাটগ্রামের আমবাড়ি এলাকায়।
পুলিশ জানায়, ট্রাকের চালক আজিজুল ও হেলপার রতন দাবি, লালমনিরহাটের বুড়িমারীর শফিকুল ইসলাম নামের এক ড্রাইভার ফোন করে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় টঙ্গীর হারিকেন এলাকা থেকে ওই তরুণীকে ট্রাকের কেবিনে উঠান। এরপর তাকে নিয়ে ঢাকায় গাউছিয়া হয়ে মুন্সীর পাম্পে গিয়ে ট্রাকে গরুর মশারি ভর্তি করে রংপুরের উদ্দেশে রওনা দেন।
পথিমধ্যে আব্দুল্লাহপুরে এসে ওই ট্রাকে ওঠেন আজিজুলের ভাতিজা বদি মিয়া। চান্দুরা এলাকা পার হওয়ার পর বদি জানান, মেয়েটি মারা গেছেন। শুক্রবার সকাল সাতটায় রংপুর ক্যাডেট কলেজের সামনে এসে ট্রাকটি দাঁড় করায় ড্রাইভার।
তারা বিষয়টি পুলিশকে অবহিত না করেই বুড়িমারীতে মেয়েটির পিতা মোস্তফাকে জানান। মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ পিতার। মরদেহ না নিয়েই পাটগ্রাম ফিরে যান মেয়েটির বাবা। পরে বিষয়টি সন্ধ্যায় পুলিশ জানার পর থেকে সেখানে পাহারা বসানো হয়।
রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি রোকনউদ্দিন গণমাধ্যমকে জানান, করোনাভাইরাস আক্রান্ত হয়ে নাকি ওই তরুণী মারা গেছেন, নাকি তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে- ময়নাতদন্তের পর বোঝা যাবে। ওই ট্রাকে খাদ্য পরিবহনের সাইনবোর্ড থাকলেও সেখানে গরুর মশারি নিয়ে আসা হয়েছিল নগরীর স্টেশন রোডের খান বেডিংয়ের জন্য। চালক আজিজুল ও হেলপারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সূত্র.passengernews24.com
Facebook Comments