প্রকাশিত সময় : জুন, ১০, ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 412 জন((গোলাম রসুল আশুলিয়া প্রতিনিধ))
আজ থেকে ঈদের আন্তঃনগর ট্রেনের ফিরতি যাত্রার আসন বিক্রি শুরু হবে। সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে ।
পশ্চিমাঞ্চলে চলাচল করার সকল আন্তঃনগর ট্রেনের আসন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সকল ট্রেনের আসন দুপুর ২টায় বিক্রি করা হবে। ঈদের আগে বিশেষ ব্যবস্থায় ৫ দিনের ট্রেনের আসন বিক্রি করা হবে।
আজ বিক্রি হবে ২০ জুনের টিকিট, ২১ জুনের আসন বিক্রি হবে ১১ জুন; ২২ জুনের আসন বিক্রি হবে ১২ জুন; ২৩ জুনের আসন বিক্রি হবে ১৩ জুন এবং ২৪ জুনের আসন বিক্রি হবে ১৪ জুন।
Facebook Comments