গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁওয়ে গত ২০ শে মার্চ ২০২৪ ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের দিক নির্দেশনায় আইন শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন অভিযানে ২০টি ট্যাপেন্টাডোল ট্যাবলেট ১২টি ইয়াবা ট্যাবলেট ও ২৪৫ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। জানা যায়,ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ নং আমগাঁও ইউপির নন্দগাঁও প্রাথমিক বিদ্যালয় মাঠের উত্তর পূর্ব কোনে শহীদ মিনারের সামন থেকে ১০৫ গ্রাম শুকনা গাঁজা উদ্ধারসহ মাদকব্যাবসায়ী হরিপুর থানার ধীরগঞ্জ গ্রামের শম্ভু দাসের পুত্র শুভ দাস (২১) কে ও হরিপুর থানার রহমত পুর গ্রামের মোঃনজরুলের পুত্র মোঃমিজান (২৫)কে গ্রেফতার করা হয় এবং আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হরিপুর থানায় মামলা রুজু করা হয়।
রানীশংকৈল থানার পুলিশের মাদক বিরোধী অভিযানে ১নং ধর্মগড় ইউনিয়নের ধর্মগড় চেকপোস্ট কলোনি গ্রামের মৃত সুবেদ আলীর পুত্র মোঃ রেজওয়ান (২১)কে ধর্মগড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে ১২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয় এবং রানীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় ও বালিয়াডাঙ্গী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪নং বড় পলাশবাড়ী ইউনিয়নের জিয়ারবাড়ী গুচ্ছ গ্রামের মোঃআসাদ আলীর পুত্র মোঃমাজেদুল ইসলাম (৩২)কে তার বসত বাড়ীর পূর্ব ভিটার পশ্চিম দুয়ারী ঘরের আঙিনা হতে ১৪০ গ্রাম গাজা সহ গ্রেফতার করা হয় এবং বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।এবং ঠাকুরগাঁও সদর থানার পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৭নং জগ্ননাথপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মোঃসোবহানের পুত্র মোঃআলম ইসলাম (২০)কে ২০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয় এবং ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা।গ্রেফতারকৃত আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়।
Facebook Comments